টাঙ্গাইলে পর্নোগ্রাফি মামলায় স্কুলছাত্রী গ্রেফতার, তথ্যপ্রযুক্তির মাধ্যমে রহস্য উদঘাটন
টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় এক স্কুলছাত্রী, তাইবা সুলতানা মেধা, গ্রেফতার হয়েছে। উপজেলা ফলদা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শিক্ষক আব্দুল খালেকের মেয়ে, মেধা ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত রবিবার (১৯ জানুয়ারি) রাতে ভূঞাপুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, শিক্ষিকা ও শিক্ষার্থীর ছবি ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করা হয়। ভিডিওর মাধ্যমে টাকা চাওয়া হচ্ছিল। 'দিলরুবা' ও 'রাকিবুল ইসলাম' নামে দুটি ফেসবুক আইডি ব্যবহার করে এসব ভিডিও পোস্ট করা হচ্ছিল। পরে গুগল এবং ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় আইডি ব্যবহারকারীদের শনাক্ত করা হয়, যার ভিত্তিতে মেধাকে গ্রেফতার করা হয়।
ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তদন্তে উঠে আসে যে, মেধার মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করে এই ভিডিওগুলোর প্রচার ও পোস্ট করা হচ্ছিল। বিষয়টি সামনে আসার পর থানায় অনেক ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন এবং তারা ছাত্রীর পাশাপাশি তার অভিভাবকদেরও শাস্তি দাবি করেছেন।
পুলিশ জানায়, অধিকাংশ ভুক্তভোগী ব্যক্তিরা লোকলজ্জার ভয়ে প্রথমে অভিযোগ করতে সাহস পাচ্ছিলেন না। তবে তদন্তে বিষয়টি স্পষ্ট হওয়ায় এবং আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে মেধার মোবাইল ফোনে ভিডিও পোস্ট ও ছড়ানোর সত্যতা পাওয়া গেছে।
এই ঘটনায় প্রশাসন আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন