জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের কার্যক্রম দ্রুত সুনির্দিষ্টভাবে চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করা হয়েছে, যার ফলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে সকাল সোয়া ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান বজায় রেখেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের ভর্তি সার্কুলার এখনো প্রকাশ করা হয়নি। এ নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষুব্ধ।
তাদের অভিযোগ, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত চিঠি, যা তাদের স্বার্থের বিরোধী, তা দ্রুত প্রত্যাহার করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কর্তৃপক্ষ তাদের দাবিগুলো দ্রুত মেনে নিয়ে একটি সুস্পষ্ট ঘোষণা না দিলে আন্দোলন চালিয়ে যাবেন।
মন্তব্য করুন