logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

গাজীপুরে ‘টিউলিপ’স টেরিটরি’: ক্ষমতার নীরব সাক্ষী এখন পরিত্যক্ত বাগানবাড়ি

নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের কানাইয়া এলাকায় একের পর এক বাগানবাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে, যা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের নামে। টিউলিপ সিদ্দিকের নামে ৩৫ বিঘা জমির ওপর নির্মিত একটি বাগানবাড়ি ‘টিউলিপ’স টেরিটরি’ ঘিরে স্থানীয়দের মাঝে আগ্রহ ও বিস্ময়ের গল্প। এই বাগানবাড়িতে রয়েছে বাংলো, পুকুর, আর নানা ধরনের ফুল ও ফলের গাছ। একসময় পরিবারের সদস্যরা নিয়মিত এখানে আসতেন। কিন্তু ৫ আগস্টের ঘটনার পর থেকে আর কেউ আসেননি।

বাগানবাড়ির দেখভাল করেন একজন নিরাপত্তারক্ষী ও দু’জন মালি। মালিদের একজন নজরুল ভূঁইয়া জানান, তিন বছর ধরে তিনি এখানে কাজ করছেন। বেতন নিয়মিত পাঠিয়ে দেন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক। নিরাপত্তারক্ষী আবদুর রহিম বলেন, পাঁচ বছর ধরে এখানে আছেন তিনি। ৫ আগস্ট কিছু মানুষ এসে বাংলো ভাঙচুর করে যায়। ভেতরে থাকা আসবাবপত্র লুট হয়ে যায়।

শুধু এই বাগানবাড়িই নয়, গাজীপুরের বিভিন্ন স্থানে শেখ রেহানা পরিবারের নামে আরও অনেক সম্পদের খোঁজ মিলেছে। বাঙালগাছ এলাকায় ২৫ বিঘা জমির ওপর নির্মিত ‘বাগান বিলাস’ নামের একটি বাংলো, ফাওকাল এলাকায় ২৩ বিঘা জমির ওপর আরেকটি ডুপ্লেক্স বাড়ি, এবং কালিয়াকৈরের মৌচাকে ১৫-১৬ বিঘা জমির ওপর আরেকটি বাগানবাড়ির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের আনুমানিক মূল্য ১৬৫ কোটি টাকারও বেশি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসব বাগানবাড়ি একসময় পরিবারটির অবকাশ যাপনের জন্য ব্যবহৃত হতো। যেদিন তারা এখানে আসতেন, সেদিন নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হতো। তবে এখন সেখানে তেমন কোনো যাতায়াত নেই।

দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে, এসব জমি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে নানা সময়ে কেনা হয়েছে। ২০১২ সালে ফাওকাল এলাকার একটি জমি স্থানীয় অনিল ও অক্ষয় নামে দুজনের কাছ থেকে কেনা হয়। জমির দাম নিয়ে নানা অসঙ্গতির অভিযোগও উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা জানান, গাজীপুরের বিভিন্ন স্থানে শেখ রেহানা পরিবারের নামে থাকা এসব স্থাপনা নিয়ে আরও তদন্ত চলছে। যতই দিন যাচ্ছে, সম্পদের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। স্থানীয়দের মতে, এই বাগানবাড়িগুলো একসময় পার্কের মতো সুন্দর ছিল। কিন্তু এখন সেগুলো অনেকটাই পরিত্যক্ত।

এই গল্প শুধু সম্পদের নয়, ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত এক সময়ের স্বপ্নময় জীবনধারার চিত্রও তুলে ধরে। এখন এসব বাগানবাড়ি যেন সময়ের নীরব সাক্ষী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
টিউলিপ সিদ্দিককে একহাত দিলেন, ইলন মাস্ক
দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব নিয়ে চাপ, সরে দাঁড়ানোর আহ্বান দুর্নীতিবিরোধী জোটের
টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব নিয়ে চাপ, সরে দাঁড়ানোর আহ্বান দুর্নীতিবিরোধী জোটের