logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩ মে

অনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আজ (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (মোবাইল ব্যাংকিং বা সরাসরি) ২ মার্চের মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীদের অবশ্যই ভর্তি নির্দেশিকার সব শর্ত মেনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ভর্তি কার্যক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার সময় ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১।
পরীক্ষার নম্বরের সঙ্গে শিক্ষার্থীর এসএসসি জিপিএ’র ৪০% এবং এইচএসসি জিপিএ’র ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা তৈরি করে বিষয় বরাদ্দ দেওয়া হবে।

পরীক্ষার্থীর প্রবেশপত্রে রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। পরীক্ষা কেন্দ্রে যেতে হলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে।

মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস।
তবে পরীক্ষার প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

আবেদন শুরু: ২১ জানুয়ারি ২০২৫
আবেদন শেষ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
প্রাথমিক ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২ মার্চ ২০২৫
ভর্তি পরীক্ষা: ৩ মে ২০২৫

পরীক্ষার কেন্দ্র ও সময়সীমা পরবর্তীতে জানানো হবে। মেধা তালিকা প্রকাশের সময়সূচি ও অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনকারী শিক্ষার্থীদের নির্দেশিকা অনুসারে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার দিন নির্ধারিত সামগ্রী ছাড়া অন্য কোনো ডিভাইস আনা নিষিদ্ধ।
সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি, ২০ জানুয়ারি ২০২৫।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা
হাসপাতালে ভর্তি বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর
মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা নিয়ে ঢাবিতে বিক্ষোভ
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল