logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাকে আসছে নতুন রং

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
ছবি: সংগৃহীত

পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিভিন্ন রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে তিন বাহিনীর জন্য আলাদা রং চূড়ান্ত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকের রং হবে ‘আয়রন’, র‌্যাবের পোশাকের রং নির্ধারণ করা হয়েছে ‘জলপাই’ এবং আনসারের জন্য চূড়ান্ত হয়েছে ‘গোল্ডেন হুইট’ রং।

বৈঠকে বিভিন্ন রঙের পোশাকের স্যাম্পল পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তাদের পছন্দের রঙ নির্বাচন করেন। ভোটাভুটির মাধ্যমে সবার মতামত নিয়ে এই রংগুলো চূড়ান্ত করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্ব করেন। এছাড়া যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্পসহ বিভিন্ন খাতের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নতুন রং নির্ধারণের মাধ্যমে বাহিনীগুলোর পোশাকে পরিবর্তন আনার উদ্যোগ চূড়ান্ত হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

জাগতিক /আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পুলিশের নতুন পোশাক নিয়ে প্রশ্ন ও অসন্তোষ
তিন বাহিনীর নতুন পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেফতার করা হোক: আসিফ আকবর 
সাবেক এমপি মোস্তফা জালালকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে
হাজারীবাগে ইডেন ছাত্রীর মরদেহ উদ্ধার