চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন সৈকত ও প্রবাল এক্সপ্রেসের যাত্রা শুরু ১ ফেব্রুয়ারি
বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে দুটি নতুন ট্রেন, সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই ট্রেনগুলো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নতুন এ উদ্যোগে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ এবং আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ট্রেনের সময়সূচি
সৈকত এক্সপ্রেস
চট্টগ্রাম থেকে যাত্রা: সকাল ৬:১৫
কক্সবাজারে পৌঁছাবে: সকাল ৯:৫৫
কক্সবাজার থেকে যাত্রা: রাত ৮:১৫
চট্টগ্রামে পৌঁছাবে: রাত ১১:৫০
প্রবাল এক্সপ্রেস
কক্সবাজার থেকে যাত্রা: সকাল ১০:৩৫
চট্টগ্রামে পৌঁছাবে: দুপুর ২:২৫
চট্টগ্রাম থেকে যাত্রা: বিকেল ৩:১০
কক্সবাজারে পৌঁছাবে: সন্ধ্যা ৭:০০
ট্রেনগুলো প্রতি সোমবার বন্ধ থাকবে।
কক্সবাজার রেলস্টেশনের মাস্টার গোলাম রব্বানী জানিয়েছেন, “কক্সবাজার অঞ্চলের মানুষ ও পর্যটকদের দীর্ঘদিনের চাহিদার ভিত্তিতে এই নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন সংযোগের প্রয়োজনীয়তা বাড়ছিল।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, “ঢাকা-কক্সবাজার রুটে রেল সংযোগ থাকলেও চট্টগ্রামের সঙ্গে সরাসরি ট্রেন ছিল না। এই নতুন ট্রেনগুলো ব্যবসা ও পর্যটন খাতে সুবিধা বাড়াবে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন ট্রেনগুলো চালু হলে কক্সবাজারে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। দ্রুত, আরামদায়ক এবং নিরাপদ যাত্রার মাধ্যমে পর্যটকরা সহজেই চট্টগ্রাম থেকে কক্সবাজারে পৌঁছাতে পারবেন।
এছাড়া, কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর ফলে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং পর্যটন খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
নতুন ট্রেনের সুবিধা
আধুনিক যাত্রীবাহী কোচ
উন্নত সেবা
সময়মতো চলাচলের নিশ্চয়তা
চট্টগ্রাম-কক্সবাজার রুটে এই নতুন ট্রেন চালুর ফলে কক্সবাজারের পর্যটন ও ব্যবসায়িক খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন