logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনকে গ্রেপ্তার দেখালেন আদালত

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১১:৪১
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আটজনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সালমান এফ রহমান ও আনিসুল হক ছাড়াও গ্রেপ্তার দেখানো অন্যান্য ব্যক্তিরা হলেন:
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু
সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন
সাবেক সংসদ সদস্য হাজী সেলিম
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

সোমবার (২০ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। তবে মামলাগুলোতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত গ্রেপ্তার দেখানোর পর আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাদের রিমান্ডে নেওয়া হবে কিনা বা জামিন আবেদন করা হবে কিনা, তা নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা পরবর্তী পদক্ষেপ নেবেন।

সাবেক মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের এবং গ্রেপ্তার দেখানোর ঘটনা দেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এসব ঘটনার প্রভাব এবং এর পেছনের রাজনৈতিক কৌশল নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এই মামলাগুলোর অগ্রগতি এবং আসামিদের আইনি অবস্থান সম্পর্কে আরও তথ্য পেলে তা জানানো হবে।

জাগতিক/ এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশকে সহযোগিতার অঙ্গীকার জাতিসংঘের শরণার্থী হাইকমিশনারের
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক 
দেশের ৬৮ শতাংশ বাস ট্রাকের চালক কানে শোনেন না,পরিবেশ উপদেষ্টা 
বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠনের অধ্যাদেশ জারি