দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ঘোড়াঘাট পৌর বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান জামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং দেশের প্রতি তার অবদান নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক গোলাম রব্বানী এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির আদর্শ, দলীয় ঐক্য এবং দেশ রক্ষায় দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন