logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গোলাপের ৯টি সম্পত্তি জব্দ, ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১১:১৮
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং তার পরিবারের নামে যুক্তরাষ্ট্রে থাকা ৯টি স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রে আটটি সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট এবং একটি ডুয়েল ফ্যামিলি ইউনিট রয়েছে। বাংলাদেশে জব্দ তালিকায় আছে মিরপুরে অবস্থিত একটি পাঁচতলা বাড়ি, যা গোলাপ ও তার স্ত্রীর নামে।

এছাড়া গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া এবং মেয়ে আনিশা গোলাপ মিয়ার নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২ অক্টোবর একই আদালত আবদুস সোবহান গোলাপের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। এই সিদ্ধান্তের পর দুদক তার নামে থাকা স্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাব খতিয়ে দেখে আদালতে জব্দের আবেদন করে।

দুদকের আবেদনে জানানো হয়, গোলাপ ও তার পরিবারের বিরুদ্ধে বিদেশে সম্পদ কেনা ও ব্যাংক হিসাব পরিচালনার অভিযোগ রয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ ও ব্যাংক হিসাব তদন্তাধীন থাকা পর্যন্ত জব্দ ও অবরুদ্ধ থাকবে।

আদালতের এই নির্দেশনা দুর্নীতিবিরোধী কার্যক্রমকে ত্বরান্বিত করার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গোলাপ ও তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাগতিক /আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতে পারবে না: প্রেস সচিব
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার
আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না: আব্দুল মঈন খান
বিএনপির মাইকিং চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম