logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদনের শুনানি আজ

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১১:১৪
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হবে।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গত ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ১২ জানুয়ারি আবেদনটি জমা দেওয়া হয়। আবেদনটি রোববারের কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি।

রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে ২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ফিরোজ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস।

চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগ উঠে। সংঘর্ষের প্রতিবাদে কর্মবিরতির কারণে আদালতের কার্যক্রম একাধিকবার স্থগিত হয়।

চট্টগ্রাম আদালতে ২ জানুয়ারির শুনানিতে চিন্ময়ের জামিন আবেদন ফের খারিজ হলে, তার আইনজীবীরা উচ্চ আদালতে আবেদন করেন। আজ এ আবেদনের শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জাগতিক/ আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার: মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ