logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১১:১১
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সোমবার (২০ জানুয়ারি) চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং বেলজিয়ামের রাজার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

সফরকালে সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি আলাদা সংলাপের আয়োজন করা হবে। এতে দেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ধারণা তুলে ধরা হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে এই সফরে বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকী অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব অর্থনীতি ও বিনিয়োগে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কৌশল নির্ধারণে এই সফর সহায়ক হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশকে সহযোগিতার অঙ্গীকার জাতিসংঘের শরণার্থী হাইকমিশনারের
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক 
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতের বৈঠক
অন্তর্বর্তী সরকার ‘কিংস পার্টি’ গঠন করছে: মেজর হাফিজ