অন্তর্বর্তী সরকার ‘কিংস পার্টি’ গঠন করছে: মেজর হাফিজ
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে ‘কিংস পার্টি’ গঠন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা। তবে, বর্তমানে সরকার সেই ভূমিকা পালন করছে না বলে তার অভিযোগ। তিনি আরও বলেন, “২১ বছরের ছেলে কীভাবে জনপ্রতিনিধি হয়?” এ বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারের নীতির সমালোচনা করেন।
মেজর হাফিজ দাবি করেন, আওয়ামী লীগ থেকে দুর্নীতির মাধ্যমে চুরি হওয়া অর্থ ফেরত আনা গেলে তা দেশের কাজে আসবে। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
বিএনপির অভ্যন্তরীণ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের আওয়ামী লীগের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকার পরামর্শ দেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও আমরা প্রস্তুত।”
এ বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন