logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর্জেন্টিনা-বাংলাদেশ ফুটবল সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫২
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ফুটবল সম্পর্ক কেবল আবেগপূর্ণ নয়, তা দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিও হতে পারে। এ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিসার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশি জনগণের আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন রয়েছে, তা আমাদের সম্পর্ক আরও গভীর করার ভিত্তি। এটি বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতার মতো ক্ষেত্রেও সম্প্রসারণ করা সম্ভব।
তিনি আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে যৌথ বা পূর্ণ মালিকানায় বিনিয়োগের সুযোগ খুঁজতে বলেন এবং বিশেষভাবে জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণের প্রতি জোর দেন।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিসা বলেন, “বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সহযোগিতার অনেক অনাবিষ্কৃত ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।" তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার পর বাংলাদেশকেও বুয়েনস আইরেসে দূতাবাস খোলার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত জানান, আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা ও তুলা রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে বছরে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক পণ্য আমদানি করে। তিনি তুলা, ওষুধ, টেক্সটাইল, ফুটবল (নারী ফুটবলসহ), ক্ষুদ্রঋণ, বাণিজ্য প্রতিনিধিদল, এলএনজি ও ধানের রোগ সম্পর্কিত গবেষণায় যৌথভাবে কাজ করার ওপর জোর দেন।
ফুটবল সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের ফুটবল সম্পর্ক শুধু আবেগের নয়, তা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার মাধ্যম হতে পারে।” তিনি বাংলাদেশে ফুটবল উন্নয়ন, বিশেষত নারী ফুটবলে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার (এসডিজি বিষয়ক) প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও আর্জেন্টিনার এই সম্পর্ক কেবল আবেগ নয়, বাস্তবিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে পারে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মেসির পাস থেকে লাউতারোর জয়সূচক গোল,আর্জেন্টিনা ১-০ পেরু
মেসির ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি বললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি