logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে ৪৪ কোটি টাকার অনুদান দিচ্ছে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলপথের উন্নয়নে ৪৪ কোটি ৩০ লাখ টাকার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। এই অর্থ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টোক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় ব্যয় করা হবে। প্রকল্পটি রেলওয়ের পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অফিসে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ভূমি অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও।

প্রকল্পের মূল লক্ষ্য হলো দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা। এর আওতায় রেলওয়ের আগে সংগ্রহ করা লোকোমোটিভগুলোর টেকসই রক্ষণাবেক্ষণে পরামর্শক সেবা দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও প্রশিক্ষণের মাধ্যমে রেলওয়ের কর্মীদের দক্ষতা বাড়ানো হবে।

এই অনুদান বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রেলপথের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রী সেবার মান উন্নত করতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জাগতিক /আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়