logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফজলুল হক হলে তোফাজ্জল হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট 

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৬
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. জিন্নাহ জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান গত ১ জানুয়ারি এ চার্জশিট আদালতে জমা দেন।

চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত ২১ জনের মধ্যে ৬ জন কারাগারে রয়েছেন এবং বাকি ১৫ জন পলাতক। কারাগারে থাকা ৬ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে চার্জশিটে কোনো অভিযুক্তের রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি।

পুলিশ জানায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে তোফাজ্জল হোসেন বঙ্গবাজার সংলগ্ন ফজলুল হক হলের মাঠে প্রবেশ করেন। সেসময় হলের কয়েকজন শিক্ষার্থী তাকে চোর সন্দেহে আটক করে অতিথি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর করা হয়।

পরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানোর পর পুনরায় অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করা হয়। রাত ১২টার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জাগতিক /আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়