logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১১
ছবি: সংগৃহীত

আজ ১৯ জানুয়ারি, প্রয়াত রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। তিনি বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মনসুর রহমান এবং মাতার নাম জাহানারা খাতুন।

১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। তার সাহসী নেতৃত্বের জন্য তিনি "বীর উত্তম" উপাধিতে ভূষিত হন।

১৯৫৩ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তার সাহসিকতা পাকিস্তান সরকার কর্তৃক "হিলাল-ই-জুরাত" খেতাবে ভূষিত করে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার গৃহীত হয়।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনাসদস্যের হাতে মাত্র ৪৫ বছর বয়সে তিনি নিহত হন।

তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় বিএনপি নেতাকর্মীরা শেরেবাংলা নগরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং দোয়া ও মোনাজাত করবেন। দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "দেশের ক্রান্তিকালে তিনি ছিলেন জাতির দিশারী।"

জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সামরিক ও রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে এখনও আলোচনা হয়। ৮৯তম জন্মবার্ষিকীতে তার প্রতি জাতি শ্রদ্ধা জানাচ্ছে।

জাগতিক /আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়