logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো এনবিআর, কমল কিছু পণ্য ও সেবায় করের হার

জাগতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫
ছবি: সংগৃহিত

ব্যাপক সমালোচনা ও ব্যবসায়ীদের দাবির মুখে কয়েকটি খাতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মুঠোফোন সেবা, ইন্টারনেট ব্যবহার, রেস্তোরাঁর খাবার এবং পোশাকসহ বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট হার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবায় আরোপিত সম্পূরক শুল্ক ২৩ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। ফলে এসব সেবায় গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।

রেস্তোরাঁর খাবারের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে আগের মতো ৫ শতাংশ করা হয়েছে। রেস্তোরাঁ মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বিবেচনায় এনবিআর এই সিদ্ধান্ত নেয়।

তৈরি পোশাক, মিষ্টি এবং নন-এসি হোটেলেও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর আগে এই খাতে ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। পাশাপাশি, হজযাত্রীদের বিমান টিকিটে আরোপিত আবগারি শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের আর্থিক সঙ্কট কমাতে এবং জনসম্পৃক্ত খাতগুলোতে চাপ হ্রাস করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ ভ্যাট কমানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার স্বার্থে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন ছিল। তবে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা জরুরি।”

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কয়েক দিনের মধ্যেই এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন এনবিআরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়