logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় নাগরিক কমিটির নেতার বিরুদ্ধে আদিবাসী হামলায় জড়িত থাকার অভিযোগ

জাগতিক ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯
ছবি: ফেইসবুক

রাজধানী ঢাকায় এনসিটিবি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানার প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ডের ভিত্তিতে তার সংশ্লিষ্টতা স্পষ্ট হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটি, যেটি নাগরিক সমাজের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে গঠিত, তার একজন প্রতিনিধির এ ধরনের কর্মকাণ্ড দুঃখজনক। জাতিগত বিভাজন সৃষ্টি এবং আন্দোলনে হামলার ঘটনায় এই জড়িত থাকার অভিযোগের নিন্দা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির উচিত দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তের বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া এবং গণঅভ্যুত্থানের চেতনার প্রতি নিজেদের দায়িত্বশীলতার প্রমাণ দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রাবির ছাত্রনেতা শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত, বিচারের দাবি সবার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন
মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা নিয়ে ঢাবিতে বিক্ষোভ
সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার