শ্রীপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে তরুণ নিহত
গাজীপুরের শ্রীপুরে প্রেমসংক্রান্ত দ্বন্দ্বের জেরে মো. সৈকত (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, একই মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই তরুণের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৈকত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইনচার্জ হিসেবে কাজ করতেন।
নিহতের চাচা শাহাদাত হোসেন জানান, সৈকত প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে কারখানা থেকে বের হন। রাত সাড়ে ৯টার দিকে তার রুমমেট ফোন করে জানায়, সৈকত ফোন রিসিভ করছে না। পরে পরিবারের সদস্যরা তাকে বারবার ফোন করেও কোনো সাড়া পাননি। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একই মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই তরুণের মধ্যে বিরোধ ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে সৈকত নিহত হন। আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত ও সংশ্লিষ্ট মেয়ের নাম প্রকাশ করা হয়নি বলে জানান ওসি।
মন্তব্য করুন