logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
ছবি: ইন্টারনেট

দুর্নীতির অভিযোগের মুখে যুক্তরাজ্যের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, “আমি কোনো দোষ করিনি। তবে আমার দায়িত্বে থাকাটা সরকারের মধ্যে অস্বস্তি সৃষ্টি করতে পারে।”

টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে ও বাংলাদেশে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্রিটেনে তার বিরুদ্ধে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগেও তিনি তদন্তের মুখোমুখি হয়েছেন।

এছাড়া লন্ডনে সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নেওয়ার ঘটনাও আলোচিত হয়েছে। এসব অভিযোগের পর যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের বরখাস্তের দাবি জানায়। তাদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে দায়িত্ব থাকা মন্ত্রী নিজেই এমন অভিযোগের মুখে পড়ায় তিনি দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে বলেন, “যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তবে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত।”

টিউলিপের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থনৈতিক দুর্নীতি প্রতিরোধ করা। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এই দায়িত্ব পালনে প্রশ্ন তুলেছে। অভিযোগ ও চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ‘টিউলিপ’স টেরিটরি’: ক্ষমতার নীরব সাক্ষী এখন পরিত্যক্ত বাগানবাড়ি
টিউলিপ সিদ্দিককে একহাত দিলেন, ইলন মাস্ক
টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব নিয়ে চাপ, সরে দাঁড়ানোর আহ্বান দুর্নীতিবিরোধী জোটের
টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব নিয়ে চাপ, সরে দাঁড়ানোর আহ্বান দুর্নীতিবিরোধী জোটের