logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব নিয়ে চাপ, সরে দাঁড়ানোর আহ্বান দুর্নীতিবিরোধী জোটের

নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৭
ইন্টারনেট

যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন। সোমবার এক বিবৃতিতে জোটটি এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, টিউলিপের বর্তমান দায়িত্ব তার অবস্থানকে স্বার্থের সংঘাতে ফেলছে। তিনি অর্থপাচার ও অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, অথচ তার পরিবারের সঙ্গে এমন একটি সরকারের সংশ্লিষ্টতা রয়েছে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে টিউলিপের পরিবারের সম্পত্তি এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংযোগ নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। গণভবনে তার নির্বাচনি প্রচারণাসংক্রান্ত কিছু সামগ্রী পাওয়া যাওয়ার বিষয়টিও বিতর্ক বাড়িয়েছে।

তবে লেবার সরকার টিউলিপের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের টিউলিপের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। অভিযোগ তদন্তাধীন থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশকে সহযোগিতার অঙ্গীকার জাতিসংঘের শরণার্থী হাইকমিশনারের
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক 
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত সম্ভব নয়
গাজীপুরে ‘টিউলিপ’স টেরিটরি’: ক্ষমতার নীরব সাক্ষী এখন পরিত্যক্ত বাগানবাড়ি