সহকর্মীকে বাঁচাতে গিয়ে ধর্ষণের শিকার পোশাকশ্রমিক, গ্রেপ্তার ৩
গাজীপুরের শ্রীপুরে সহকর্মীকে বাঁচাতে গিয়ে এক নারী পোশাকশ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বখাটেরা তাকে ৪০ ঘণ্টা আটকে রেখে এই নৃশংস ঘটনা ঘটায়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী নারী জানান, তার সহকর্মী নাজমুল হক গত বুধবার বিকেলে তাকে ফোন করে জানান যে তিনি বিপদে পড়েছেন। সহকর্মীর কথা শুনে তিনি দ্রুত ফখরুদ্দিন কারখানা গেট এলাকায় গিয়ে পৌঁছান। সেখানে উপস্থিত সাগর নামে একজন তার পরিচয় জিজ্ঞেস করে তাকে স্থানীয় নজরুল উকিলের বাসায় নিয়ে যায়।
বাসায় গিয়ে তিনি দেখেন, তার সহকর্মী নাজমুলকে কয়েকজন মারধর করছে। তিনি তাদের বাধা দিলে তারা তাকে আলাদা ঘরে নিয়ে যায় এবং হত্যার হুমকি দেয়। এরপর সাগর ও আশরাফুল মিলে তাকে ধর্ষণ করে। পরে আরও তিনজন তাকে একইভাবে নির্যাতন করে।
ধর্ষণের পর তাকে দুই দিন ধরে ওই ঘরে আটকে রাখা হয় এবং মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করা হয়। শুক্রবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় তার সহকর্মী নাজমুল জানান, বেতন তুলে বাসায় ফেরার সময় কয়েকজন তাকে একটি বাড়িতে নিয়ে যায় এবং মারধর করে দুই লাখ টাকা দাবি করে। সঙ্গে থাকা ১৪,৫০০ টাকা তারা কেড়ে নেয় এবং আরও টাকা আনতে বাধ্য করে।
মামলার এজাহারে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সাগর, আশরাফুল ইসলাম এবং মনিরুল ইসলাম নিরব। বাকি চারজনের মধ্যে তিনজনের পরিচয় অজ্ঞাত।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”
ভুক্তভোগী ও তার পরিবার দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয়রা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন