logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১১ বছরে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে ২৮৯ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৯
২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসএফের হাতে আটক ১৭ জন বাংলাদেশির মধ্যে মাত্র সাতজন ফিরে এসেছেন। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও অজানা।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘অবৈধ অনুপ্রবেশ’ ও ‘চোরাকারবারি’ অভিযোগে বাংলাদেশি নাগরিকদের তিনভাবে হত্যা করছে—গুলির মাধ্যমে, ধাওয়া দিয়ে এবং পিটিয়ে।


মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত ১১ বছরে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে ২৮৯ জন বাংলাদেশি। এছাড়া, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে আরও ২৮ জনকে।
ধাওয়ার কারণে প্রাণ হারানোর ঘটনাও উদ্বেগজনক। গত চার বছরে (২০২১-২০২৪) বিএসএফের ধাওয়া খেয়ে ছুটতে গিয়ে প্রাণ হারিয়েছে ছয়জন বাংলাদেশি।
আসকের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, গত ১১ বছরে সীমান্ত এলাকায় ধান কাটার সময়, গরু চরানোর সময়, মাছ ধরার সময় বা অন্যান্য গৃহস্থালির কাজ করার অবস্থায় বিএসএফ ৩১৯ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। তবে তাঁদের অনেকেরই আর খোঁজ মেলে না।


২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসএফের হাতে আটক ১৭ জন বাংলাদেশির মধ্যে মাত্র সাতজন ফিরে এসেছেন। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও অজানা।
এই ভয়াবহ পরিস্থিতি সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও মানবাধিকারের ওপর বড় ধরনের প্রশ্ন তুলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠনের অধ্যাদেশ জারি
গাইবান্ধায় স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
আরাকান আর্মির কবল থেকে মুক্ত দুই কার্গো জাহাজ টেকনাফে, ফের প্রাণ ফেরার আশা আমদানিকারকদের