logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কর বৃদ্ধিতে জনজীবনে সংকট বাড়বে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

  ১২ জানুয়ারি ২০২৫, ২৩:৪৪

সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রোববার (১২ জানুয়ারি) তিনি এই শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, “গরিব ও মধ্যম আয়ের মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে। কর বৃদ্ধির ফলে বাজারে পণ্যের দাম আরও বাড়বে, যা তাদের জীবনে বাড়তি কষ্ট নিয়ে আসবে।”

রেজাউল করীম অভিযোগ করেন, রাজস্ব আদায়ের জন্য সরকার সহজ পথ হিসেবে শুল্ক ও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময় নিম্ন আয়ের মানুষের জন্য খরচ আরও বেড়ে যাবে। তিনি বলেন, “পরোক্ষ কর ধনী ও গরিব সবার জন্য সমান হলেও এর প্রকৃত বোঝা গরিব মানুষের ওপর বেশি পড়ে। এতে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে কর বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বাড়বে। তাই সরকারকে এ বিষয়ে আরও ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।”

চরমোনাই পীর প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ওপর যেন কোনো বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি আরও সংকটময় হতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা।

জাগতিক/বি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছেন তাহসান
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ২.৯৯% বৃদ্ধি
বিমান বোমা আতঙ্ক: হুমকির বার্তা পাকিস্তানি নম্বর থেকে
জাতীয় নাগরিক কমিটিতে শিক্ষা ক্যাডারের ১৩৪ কর্মকর্তা