logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাড়ে তিন মাসে রাজধানীতে ১হাজার ২'শ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

  ১২ জানুয়ারি ২০২৫, ২৩:৩০

রাজধানীতে গত সাড়ে তিন মাসে এক হাজার ২০০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৮১০ জন এবং চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত আরও ৩৭৮ জন ছিনতাইকারী গ্রেফতার হয়।

আজ রোববার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, “ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং এর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।”

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান এবং ঢাকা উদ্যান এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগ জানিয়েছে, রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে শাকিল (২৩) ও রাব্বী (১৯) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া উত্তরখানে অটোরিকশা চোর দলের দুই সদস্য আ. সালাম (২৫) ও স্বাধীন (১৯) গ্রেফতার হয়েছে।

যৌথ অভিযানের অংশ হিসেবে মতিঝিল, রমনা এবং মিরপুর থেকেও অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।

ডিবি যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, ছিনতাই রোধে সিসিটিভি ক্যামেরার কার্যকর ব্যবহার করা হচ্ছে। মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের সড়কে দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলার কাজ চলছে এবং ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের এই পদক্ষেপে রাজধানীতে ছিনতাই কমানোর উদ্যোগকে জোরদার করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।


জাগতিক/ বি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পুলিশের নতুন পোশাক নিয়ে প্রশ্ন ও অসন্তোষ
তিন বাহিনীর নতুন পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেফতার করা হোক: আসিফ আকবর 
টিকা সংকটে পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ
সাবেক এমপি মোস্তফা জালালকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে