logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

  ১২ জানুয়ারি ২০২৫, ২৩:০১

বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন থেকে দেড়শ গজের মধ্যে কোনো কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সীমান্তে ভারতের কয়েকটি কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে।

ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তে সমঝোতা স্মারক লঙ্ঘন করে ভারত যেসব কাজ করতে চেয়েছিল, তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান জানাবে। বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারত কাজ বন্ধ করেছে।”

সম্প্রতি তিনটি জেলার পাঁচটি সীমান্তে বিএসএফের নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিজিবিকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনার সূত্রপাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকো সীমান্তে। সেখানে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জড়ো হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিশেষ করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করার পর বাংলাদেশের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে এমন উত্তেজনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের বিভিন্ন ইস্যুতে চলমান টানাপোড়েনের মধ্যেই নতুন করে সামনে এলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে শান্তি বজায় রাখতে এবং যে কোনো অস্থিতিশীলতা এড়াতে বিজিবিকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জাগকিত / আফরোজা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
১৬ বছর পর সেমিফাইনালে উঠেছে আর্সেনাল
এক বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার
ভরা মৌসুমের মধ্যেই হঠাৎ করে বেড়েছে পিঁয়াজের দাম
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে
12