বিনিয়োগে আস্থা ফেরাতে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ:পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমতার পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন। রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন, তখন কেউ সেখানে সহজে বিনিয়োগ করতে চান না। আস্থা ফেরাতে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গতকাল শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, বিনিয়োগ না এলে আমাদের চলবে না। রাজনৈতিক অনিশ্চয়তা থেকে আমরা অচিরেই মুক্তি পাব বলে আশা করছি। তখন বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে।
অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ব্যক্তিগত অর্থ বিনিয়োগ করবেন, নিরাপত্তা পেলে তারাও ঝটপট আসবেন। নিশ্চয়তা না মিললে তারা আসবেন না। এটা খুবই স্বাভাবিক।
রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করেন তৌহিদ হোসেন। এ ব্যাপারে তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় বড় রাজনৈতিক দল। দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এত শাখা নেই। প্রায় সব দেশেই এসব দলের শাখা আছে। তবে সেখানে তারা একে অপরের চরম শত্রুভাবাপন্ন, যা বিদেশে বাঙালিদের ভাবমূর্তি নষ্ট করছে।
গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে, যা বিশ্বে খারাপ প্রভাব ফেলছে অভিযোগ করে তিনি বলেন, অধিকাংশ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা।
দক্ষ শ্রমিক গড়ে তোলার ওপর জোর দিয়ে তৌহিদ বলেন, আমরা যদি শ্রমশক্তিকে আরও দক্ষ করে তুলতে পারি, তাহলে রেমিট্যান্স দ্বিগুণ করতে পারব।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকার আগের অনেক দুর্বলতা কাটিয়ে উঠেছে। গত ছয় মাসে গড়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে, যা এ সময়ে ৩ বিলিয়ন ডলার হয়েছে। রপ্তানি ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেন, যুক্তরাজ্যে এনআরবিরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে রয়েছে। আমাদের বাংলাদেশের প্রতি রক্তের ঋণ আছে। বাংলাদেশে কোনো ক্ষতি হলে আমরা লন্ডনে গর্জে উঠি। আপনাদের কষ্ট আমাদের হৃদয় স্পর্শ করে।
সংগঠনের চেয়ারম্যান এমএস শেখিল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাই সরকার, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর প্রমুখ।
জাগতিক/ আফরোজা
মন্তব্য করুন