logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাউল সংগীত ও কাওয়ালির ওপর হামলা বরদাশত করা হবে না: সংস্কৃতি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৫, ০০:২৯

দেশের বিভিন্ন স্থানে বাউল সংগীত ও কাওয়ালি গানের ওপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের আক্রমণ একটি জায়গাতেও মেনে নেওয়া হবে না।

শুক্রবার ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “মাজার, বাউল সংগীত বা কাওয়ালি গানের ওপর কিছু জায়গায় আক্রমণের খবর এসেছে। তবে এটা মনে রাখতে হবে, এসব হামলা আমরা কোথাও বরদাশত করবো না। আমাদের অবস্থান পরিষ্কার—শিল্প-সংস্কৃতির ওপর আঘাতের কোনো সহিষ্ণুতা নেই।”

শিল্প-সংস্কৃতি নিয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, “শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করছে। এই মাসে ১২টি সাধুমেলা হয়েছে, আগামী মাসে সেই সংখ্যা বেড়ে ২৪টি হবে। এগুলো সব সরকারি উদ্যোগে হচ্ছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা আয়োজন চলছে এবং চলবে।”

চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আশাবাদ প্রকাশ করে ফারুকী বলেন, “নতুন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে আরও সক্রিয় ভূমিকা রাখবে। মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।”

তিনি শিল্প-সংস্কৃতির প্রসার এবং আক্রমণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

জাগতিক/বি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়