দেশে প্রথমবারের মতো শনাক্ত হলো ব্যাট রিওভাইরাস
বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে ব্যাট রিওভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর এক গবেষণায় পাঁচজনের শরীরে এই ভাইরাসের নমুনা পাওয়া গেছে। বাদুড়ের মাধ্যমে ছড়ানো এ ভাইরাস মানুষের হাঁচি-কাশির মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ভাইরাসের কোনো টিকা বা চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি। তাই বিশেষভাবে সতর্ক থেকে খেজুরের কাঁচা রস পান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রতিবছর অনেকেই খেজুরের কাঁচা রস পান করার কারণে নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। তেমনই লক্ষণ দেখা দেওয়ায় সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর। যদিও পরীক্ষায় নিপাহ ভাইরাসের উপস্থিতি মেলেনি, তবে পাঁচজনের শরীরে ব্যাট রিওভাইরাস পাওয়া যায়। এটি বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো।
ভাইরাসটি কতটা বিপজ্জনক?
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাট রিওভাইরাস বাদুড়ে বেশি দেখা যায়। এটি করোনার মতো ভয়ংকর না হলেও হাঁচি-কাশি এবং কখনো খাওয়ার মাধ্যমেও ছড়াতে পারে। এ ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে থাকেন। উপসর্গগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহও হতে পারে।
আইইডিসিআরের পরামর্শক মুশতাক হোসেন বলেন, “নিপাহ ভাইরাসের মতো ব্যাট রিওভাইরাসের লক্ষণও প্রায় একই রকম। তাই খেজুরের কাঁচা রস খাওয়ার বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। ভাইরাসটি একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অন্যদের সংক্রমিত করছে কিনা, সেটি গবেষণা চলছে।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর সাইফ উল্লাহ মুন্সী বলেন, “ভাইরাসটি শ্বাস-প্রশ্বাস ছাড়াও খাওয়ার মাধ্যমে ছড়াতে পারে। তবে এতে প্রাণহানির আশঙ্কা খুবই কম। ভয় না পেয়ে সচেতন থাকলেই যথেষ্ট।”
সতর্কতা হিসেবে খেজুরের কাঁচা রস এড়িয়ে চলা এবং সর্দি-কাশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন