logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফ্যাসিবাদের দোসরদের দোসররাও প্রিয়জন হতে পারে না: মারুফ কামাল খান

নিজস্ব প্রতিবেদক

  ১১ জানুয়ারি ২০২৫, ১৫:১৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, অন্যায়ের দোসরদের দোসরেরাও আমাদের প্রিয়জন হয়ে থাকতে পারে না। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক পোস্টে প্রশ্ন তুলেছেন, হাসিনার ফ্যাসিস্ট রেজিম এতকাল টিকে ছিল কী করে?।

সাংবাদিক মারুফ কামাল খান তার স্ট্যাটাসে নিজেই দিয়েছেন উত্তর। পরাজিত ফ্যাসিবাদের দোসরদের দিকে আঙুল তুলেছেন। তার মতে, নূন্যতম অনুশোচনা বোধও নেই লুটেরা ও ক্ষমতালোভীদের এসব দোসরদের।

সাংবাদিক মারুফ খান কামালের ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো—


‘হাসিনার ফ্যাসিস্ট রেজিম এতোকাল টিকে ছিল কী করে? কতকগুলো লোভী, দুর্বৃত্ত ও লুটেরা কুলোকের সহযোগিতা ও মদতে। ওরা সরকারি চাকুরে, বিচারক, অলিগার্ক, সাংবাদিক ও নানান পেশার লোক।

ফ্যাসিস্টদের সব নরহত্যা, জুলুম, দখল, দলীয়করণ, লুটতরাজে ওরা সহযোগিতা করেছে। ওরা আরো বেশি হত্যাযজ্ঞ চালিয়ে হাসিনার দুঃশাসনকে টিকিয়ে রাখতে শেষ দিন পর্যন্ত অপচেষ্টা চালিয়েছে।

হাসিনার মসনদ টিকে গেলে ওদের চেহারা, ওদের নৃশংসতা এবং ওদের প্রতাপ কতটা ভয়ংকর হতো তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়।

কিন্তু হাসিনা টেকেনি। মারণাস্ত্রের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো দেশসন্তানদের রক্ত আর সর্বস্তরের মানুষের ঐক্যের শক্তি হাসিনাকে বিতাড়িত করেছে। রাজ্যহারা হাসিনা পালিয়ে যাওয়ায় তার দোসরেরা পরাজিত হয়েছে।

পরাজিত ব্যক্তি ও গোষ্ঠীর আগের প্রতাপ ও কর্তৃত্ব কোথাও থাকে না। সবখানে তাদেরকে জিল্লতি ও গর্দিশের মধ্যে থেকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। পালের গোদাদের সাজার পর বাকিদের ভুল স্বীকার ও ক্ষমাপ্রার্থনার মাধ্যমে পুনরেকত্রিকরণের সুযোগ দেওয়া হয়।

বাংলাদেশেই কেবল দেখছি পরাজিত ফ্যাসিবাদের দোসরেরা শাস্তি এড়িয়ে, অনুশোচনা ও ক্ষমাপ্রার্থনা ছাড়াই পুনর্বাসিত হচ্ছে। বরং ওরা দম্ভের সঙ্গে বলছে, আমরা ঠিক ছিলাম। আমাদের ভূমিকায় কোনো অন্যায় ছিল না।

আর কিছু রাজনৈতিক-সাংস্কৃতিক বদমাস ফ্যাসিবাদের পরাজিত দোসরদের রক্তাক্ত হাত চেটে পরিস্কার করে দিচ্ছে। হায় জন্মভূমি! তুমি কি এসব কুলাঙ্গারও জন্ম দিয়েছ এবং বক্ষে ধারণ করেছ? অন্যায়ের দোসরদের দোসরেরাও আমাদের প্রিয়জন হয়ে থাকতে পারে না।’

জাগতিক/ আফরোজা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না: আব্দুল মঈন খান
বিএনপির মাইকিং চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত সম্ভব নয়