৫ জেলায় শৈত্যপ্রবাহ, ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা
দেশের উত্তরের জনপদসহ পাঁচ জেলায় বেড়েছে শীতের প্রকোপ। হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে জেলাগুলোয়। তবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কুয়াশাচ্ছন্ন অবস্থা না থাকায় আকাশ স্বচ্ছ থাকবে।
আজ শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস বলছে, ঢাকায় এখন স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা কিছুটা কম থাকায় শীত অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। খুব শিগগিরই আবার ঘন কুয়াশার সম্ভাবনাও নেই। তাই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। এটি ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকার জন্য প্রযোজ্য। তবে দেশের উত্তরের জনপদসহ, ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া এই অবস্থা শেষে সামান্য বিরতি দিয়ে পরবর্তী সময়ে আরও একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার জন্য সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জাগতিক/ আফরোজা
মন্তব্য করুন