logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে আন্তরিক সরকার: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৪৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, “জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার যেন জনগণের সেবায় প্রকৃত অর্থে কার্যকর হতে পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

নিকোলা বিয়ার সরকারের গৃহীত সংস্কার পরিকল্পনার প্রশংসা করে তাদের বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। অধ্যাপক ইউনূস দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।

বিশ্লেষকরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ স্থানীয় সরকারের কার্যকারিতা বাড়াতে এবং জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশকে সহযোগিতার অঙ্গীকার জাতিসংঘের শরণার্থী হাইকমিশনারের
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতের বৈঠক
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আর্জেন্টিনা-বাংলাদেশ ফুটবল সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার