logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বিডিআর হত্যাকাণ্ড

সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪
যমুনায় যাওয়া ৯ সদস্যদের প্রতিনিধিদল।

বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাগারে বন্দিদের মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে চাকরিচ্যুত সাবেক বাংলাদেশ বর্ডার গার্ডের (বিডিআর) ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আজ বুধবার দুপুর দেড়টায় পুলিশের গাড়িতে তাদের যমুনায় যান।

৯ সদস্যদের প্রতিনিধি দলের মধ্যে তিনজন ছাত্র প্রতিনিধি এবং ছয়জন বিডিআর প্রতিনিধি রয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টার দিকে তারা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হোন। পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। অন্যরা শাহবাগেই অবস্থান করছেন।

এ ঘটনায় শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।

জাগতিক/ আফরোজা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধনের দাবি বার সভাপতির
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
জাতীয় পার্টি চেয়ারম্যান: সরকার কি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে?
রয়েল এনফিল্ড হান্টারকে টেক্কা দিতে রেট্রো বাইক আনছে হোন্ডা