logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

"ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার" মন্তব্য বিটিআরসি চেয়ারম্যান

জাগতিক ডেস্ক

  ০৮ নভেম্বর ২০২৪, ১৯:২১
ছবি: ইন্টারনেট


টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ-উল বারী জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী এবং টেকসই করা। তিনি বলেন, "বর্তমানে ইন্টারনেট সেবা মৌলিক মানবাধিকার হয়ে দাঁড়িয়েছে এবং এটি আরও সাশ্রয়ী করার জন্য বিটিআরসি সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।"

মোবাইল অপারেটরদের জন্য নতুন পথ: বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, "মোবাইল অপারেটররা বর্তমানে ডিজিটাল সেবাদাতা হিসেবে নিজেদের পরিচিত করতে চায়, তাই ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে হবে।" তিনি জোর দিয়ে বলেন, ইন্টারনেট সেবা সাশ্রয়ী না হলে এই পরিবর্তন সম্ভব নয়। এজন্য টেলিকম নেটওয়ার্কের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে এবং বিটিআরসি অ্যাসেট লাইট মডেলেও যেতে পারে বলে তিনি মনে করেন।

আইনগত পদক্ষেপ এবং নীতির পরিবর্তন: এমদাদ-উল বারী আরও জানিয়েছেন যে, "ইন্টারনেট সেবা বন্ধ হওয়া কখনোই উচিত নয় এবং এ বিষয়ে একটি আইন প্রণয়নেরও প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, বিটিআরসি তার ক্ষমতা পুনরুদ্ধারের জন্য কাজ করছে এবং ভবিষ্যতে শুধুমাত্র টেকসই লাইসেন্স প্রদান করা হবে।" তিনি এছারাও উল্লেখ করেন, "আমরা এখন ভয়েস ফ্রেন্ডলি থেকে ডেটা ফ্রেন্ডলি অবস্থানে চলে আসছি। এর সাথে টেলিকম খাতে কোনো প্রতিষ্ঠানকে "দানব" হতে দেওয়া হবে না। যারা অপব্যবহার করবে, তাদের প্রয়োজনে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে । "

বৈঠকে জানানো হয়, ২০২৪ সাল পর্যন্ত দেশে প্রায় ১ লাখ ৭১ হাজার ১০৬ কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে, যা দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেটভিত্তিক সেবা পৌঁছে দিয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সেবা বিস্তৃত হয়েছে।

বৈঠকে টিআরএনবির সভাপতি সমীর কুমার দে সভাপতিত্ব করেন, এবং সাবেক সভাপতি রাশেদ মেহেদী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আরও অংশগ্রহণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসাদ্দেক হোসেন কামাল তুষার, টেলিটকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরম্নল মাবুদ চৌধুরী, ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকী, রবি আজিয়েটার করপোরেট কর্মকর্তা শাহেদ আলম, বাংলালিংকের চিফ করপোরেট কর্মকর্তা তৈমুর রহমান, এমটব মহাসচিব মো. জুলফিকার এবং আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক প্রমুখ।
এমদাদ-উল বারী বলেন, ইন্টারনেট সেবা সাশ্রয়ী করতে সরকারের পদক্ষেপ এবং বিটিআরসির কার্যক্রম আগামী দিনে দেশের টেলিকম খাতে বড় ধরনের পরিবর্তন আনবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়