হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন ট্রাইব্যুনালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে প্রসিকিউশন টিম।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ আবেদনটি ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়। এই আবেদনের শুনানি হবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে।
বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষতিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন শেখ হাসিনা, যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। প্রসিকিউশন বলছে, সরকারের পক্ষ থেকে এই ধরনের হেইট স্পিচ বন্ধ করার জন্যই এই আবেদন করা হয়েছে।
এছাড়া, গণহত্যা সংক্রান্ত অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল।
এদিকে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, হত্যা, গণহত্যা এবং অন্যান্য গুরুতর অভিযোগে ট্রাইব্যুনালে দেড়শোরও বেশি মামলা দাখিল হয়েছে। বর্তমানে শেখ হাসিনার আমলের অন্তত ১০ মন্ত্রী ও একাধিক এমপি গ্রেপ্তার হয়েছেন।
মন্তব্য করুন