চীন আমাদের বন্ধু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "চীন আমাদের বন্ধু। রাস্তা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্রবন্দর পর্যন্ত তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে। বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে সোমবার তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক শুধু অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নয়, দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকেও জোরদার করছে।
তিনি আরও জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন খাতে উন্নয়নমূলক প্রকল্পে উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে চীনের সহায়তায় নির্মাণাধীন প্রকল্পগুলো বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, "আসিয়ানের মধ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী জানুয়ারিতে মালয়েশিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, আসিয়ানে যোগদানের প্রক্রিয়াটি সহজ করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি সর্বসম্মত প্রস্তাব নিশ্চিত করার জন্য বাংলাদেশ কাজ করছে।
রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে ড. ইউনূস বলেন, "বাংলাদেশ আর কতদিন এ দায়িত্ব বহন করবে? এই সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য এবং যৌথ উদ্দেশ্য প্রয়োজন।" তিনি জানান, বাংলাদেশ মিয়ানমারে জাতিসংঘ-শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে।
মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে রোহিঙ্গারা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এই মন্তব্য বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কৌশলগত অগ্রাধিকারের দিকটিও তুলে ধরেছে।
এ মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন