logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিরা আঙিনায় পিঠা উৎসব

  ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৯

শীত মানেই এক অন্যরকম আবহ বাংলার চারদিকে। কুয়াশা মোড়া ভোরে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ, সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় গুড়; ঢেঁকিতে চাল গুড়ো করে তার সাথে গুড়, নারকেল আরো কত কী দিয়ে ঘরের বড় ছোট সবাই মিলে চলে পিঠা বানানোর আয়োজন। তার সাথে ভেসে আসে কত গীতের সুর, চলে আগুন পোহানো, আর কত শত আনন্দ আড্ডার কলতান!

আদিম বাংলার এই নিখাদ আনন্দ হারিয়ে যায় রাজধানীর ইটপাথরের খোলসে বন্দী হয়ে। কিন্তু মন তো ছুটে যেতে চায় সেই মমতা ঘেরা পৌষ পার্বণের পালায়। আর তাই এই ব্যস্ত শহরে বাঙালির সেই আদি অকৃত্রিম শীতের আমেজকে ধরে রাখার চেষ্টায় প্রথমবারের মতো মিরা তার আঙিনায় আয়োজন করছে পিঠা উৎসবের।

আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ১৬৭/এ (চতুর্থ তলা), গ্রিনরোড মিরার আঙিনায় এ উৎসব সবার জন্য উন্মূক্ত থাকবে। দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নানান আয়োজনে মাতবেন অতিথিরা। মিরার এই আয়োজনে ইভেন্ট পার্টনার থাকছে মিরা ফুড, আহরোণ ও সুলভ মার্ট। মিডিয়া পার্টনার বার্তা২৪.নেট ও জাগরণীয়া.কম।

উৎসবে নানান রকম পিঠার পাশাপাশি থাকছে যশোরের জিরান খেজুরের রস, গুড়, থাকছে বিশেষ আকর্ষণ হাঁসের মাংস সহ অনেক লোভনীয় সব খাবার। সেই সাথে থাকছে দেশীয় পণ্য কেনাকাটার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরো মজার সব এক্টিভিটি। পরিবার কিংবা বন্ধুদের সাথে তাই সুন্দর কিছু মুহুর্ত কাটাতে সদলবলে চলে আসুন মিরা-র আঙিনায়।

ইভেন্ট লিংক: https://shorturl.at/8w14p

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারি থেকে টুরিস্ট ভিসা উম্মুক্ত করছে আমিরাত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ, দল ঘোষণা
সিরিজ হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ