logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধনের দাবি বার সভাপতির

জাগতিক ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৮
ছবি: সংগৃহীত

সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত ২০২৫ সালের অধ্যাদেশকে বৈষম্যমূলক উল্লেখ করে সংশোধনের দাবি তুলেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন।

তিনি বলেছেন, এই অধ্যাদেশে আইনজীবীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি, যা আইনজীবী সমাজকে হতাশ করেছে। অন্যদিকে, অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে, যা তিনি বৈষম্যমূলক বলে মনে করেন। তিনি এই অধ্যাদেশ সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট অ্যানেক্স ভবনের মিডিয়া রুমের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

অধ্যাদেশ অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের একটি কাউন্সিল বিচারক নিয়োগের জন্য প্রার্থীদের যাচাই-বাছাই করবে এবং সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি চাইলে কাউন্সিলের সুপারিশ করা প্রার্থীদের মধ্যে থেকে কোনো নাম কারণ উল্লেখ করে ফেরত পাঠাতে পারবেন।

সরকার গত ২১ জানুয়ারি এই অধ্যাদেশ জারি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়