রাশিয়ায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন
ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাজ্য-ফ্রান্সের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক ব্লগ এবং রয়টার্স। মঙ্গলবার ইউক্রেন আমেরিকান তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেন, যুক্তরাজ্য সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। ব্রিটিশ গণমাধ্যমও বুধবার একই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বুধবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে নিশ্চিত বা অস্বীকার করতে অস্বীকৃতি জানান। একইভাবে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও সিএনএন-এর প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উমেরভ বলেন, “আমরা আমাদের দেশ রক্ষার জন্য সব উপায় ব্যবহার করছি। তবে বিস্তারিত কিছু বলব না। আমরা শুধু দেখাচ্ছি যে আমরা সক্ষম এবং জবাব দিতে পারি।”
রাশিয়ার মারিনো গ্রামে তোলা একটি ছবিতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের টুকরো দেখা গেছে বলে দাবি করেছে রাশিয়ান একটি ব্লগ। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রাক্তন বিশেষজ্ঞ ট্রেভর বল সিএনএন-এর জন্য ছবিটি পর্যালোচনা করে নিশ্চিত করেছেন যে এটি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের টুকরো।
স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল), যা আমেরিকান এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের চেয়ে কিছুটা কম।
ইউক্রেন এখনও এই হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ইউক্রেনের দীর্ঘ-পাল্লার সক্ষমতা রয়েছে, এবং আমরা এই ক্ষমতা ব্যবহার করব।”
তথ্যসূত্র: সিএনএন ও রয়টার্স।
মন্তব্য করুন