গাজা সফরে নেতানিয়াহু
হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল
ফিলিস্তিনের গাজায় সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার সফরকালে তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর কখনো এ ভূখণ্ডে শাসন করতে পারবে না। ইসরায়েল এই ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।
নেতানিয়াহু জানান, ইসরায়েল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ধারণা করা হয় ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করছেন।
রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাকে চরম মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাকে এবং তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।
তার গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান।
মন্তব্য করুন