logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে জঙ্গি হামলা: ৮ সেনা নিহত, ৭ পুলিশ অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৯
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ জঙ্গি হামলায় আটজন সেনাসদস্য নিহত হয়েছেন এবং সাতজন পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার উজির মহকুমার রোচা চেকপোস্টে একদল জঙ্গি অতর্কিতে হামলা চালায়। সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর আট সদস্য নিহত হন। পাল্টা আক্রমণে নয়জন জঙ্গি মারা গেছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

একই প্রদেশের আরেকটি চেকপোস্টে সশস্ত্র জঙ্গিরা সাতজন পুলিশ সদস্যকে অপহরণ করে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, চেকপোস্ট ঘিরে পুলিশ সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করা হয়। জঙ্গিরা ভয় দেখিয়ে রাইফেল ছিনিয়ে নেয় এবং পুলিশ সদস্যদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করলেও এখনো অপহৃতদের কোনো খোঁজ মেলেনি। দুর্গম ও পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়াও, বান্নু সেনানিবাসকে লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিরা বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে সেনানিবাসের প্রাচীরে আঘাত হানে। বিস্ফোরণে আট সেনা নিহত হন এবং আশপাশের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

নিহতদের মধ্যে আছেন নায়েব সুবেদার মুহম্মদ শেহজাদ, হাবিলদার জিল-ই-হুসাইন, সিপাহী আশফাক হোসেন খানসহ আরও কয়েকজন সাহসী সেনাসদস্য।

জঙ্গি গোষ্ঠী টিটিপি জানায়, তাদের কার্যক্রম পাকিস্তানজুড়ে আরও বাড়বে। তাদের আক্রমণের লক্ষ্য মূলত সরকারি বাহিনী।

এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং অপহৃত পুলিশ সদস্যদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

পাকিস্তানের এই পরিস্থিতি আবারও দেশটির নিরাপত্তা ব্যবস্থার বড় সংকটের দিকে ইঙ্গিত দিচ্ছে। সন্ত্রাস দমন নিয়ে দেশটির সরকারের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

জাগতিক /জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12