সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন বিলাওয়াল

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন সরকারকে রীতিমতো হুমকি দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।
শুক্রবার সিন্ধু নদের ওপর নতুন খাল খনন ইস্যুতে সিন্ধুর সঙ্গে সংঘর্ষের পথে না যাওয়ার জন্য এ হুমকি দেন তিনি।
শুক্রবার রাতে হাত্রি বাইপাস গ্রাউন্ডে এক বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পিপিপির আপত্তি সত্ত্বেও যদি বিতর্কিত প্রকল্পগুরো বন্ধ না করা হয়, তাহলে তার দল ফেডারেল সরকার থেকে বের হয়ে যাবে। তিনি ঘোষণা করেন- সিংহ (শের ) সর্বদা জনগণের রক্তের ওপর নির্ভর করে। শেহবাজ শরিফ সরকারের নীতি কৃষক-বিরোধী।
তিনি আরও বলেন, যারা এ প্রকল্পের পরিকল্পনা করছেন তাদেরকেও পিপিপির কাছে জবাব দিতে হবে। তিনি ফেডারেল সরকারকে কৃষকদের সহায়ক মূল্য দেওয়া থেকে বঞ্চিত করার এবং প্রদেশগুলোকে গম সংগ্রহ থেকে বিরত রাখার অভিযোগও করেন। শুধু তাই নয়, সরকার কৃষিক্ষেত্রের ওপর ব্যাপক কর আরোপ করছে, যে কারণ কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা মন্ত্রিত্বের ব্যাপারে কম চিন্তা করি। আমরা কেবল সম্মান চাই এবং আপনাকে (সরকার) জনগণের দাবি মেনে নিতে হবে। আমি ভেবেছিলাম শোহবাজ শরিফ এই ধরনের প্রতিক্রিয়া দেখে প্রকল্প থেকে দূরে থাকবেন। কারণ তিনি বুঝতে পারেন, পিপিপির সমর্থন ছাড়া তিনি অধিবেশন পরিচালনা করতে বা বাজেট পাস করতে পারবেন না। কিন্তু মনে হচ্ছে তিনি প্রকল্পটি স্থগিত রাখতে প্রস্তুত নন। যদি তাই হয়, তাহলে আমরাও হাল ছেড়ে দিতে প্রস্তুত নই।
এ সময় আবেগঘন বক্তৃতায় বিলাওয়াল উল্লেখ করেন, নীতিগত অবস্থান গ্রহণের জন্য পিপিপি ধারাবাহিক সামরিক শাসনামলে কীভাবে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল।
তিনি আরও বলেন, তারা আবারও সামনের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।
বিলাওয়াল ঘোষণা করেন, আপনার কি মনে হয় যে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি) সিন্ধুর সেচমন্ত্রী জাম খান (শোরো) কে ঠিক করবে, এই হুমকি তাকে ভয় দেখাবে? না ভাই, পিপিপির নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না।
তিনি সম্ভবত সেচমন্ত্রীর বিরুদ্ধে সরকারি জমি সংক্রান্ত ৫ বিলিয়ন রুপির রেফারেন্সের কথা বলছিলেন।
মন্তব্য করুন