logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৫, ১১:২৯
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা তেহরানের প্রতিরক্ষামূলক ক্ষমতার ভয়াবহ প্রকৃতি সম্পর্কে ভালোভাবে অবগত আছে। একই সাথে আত্মরক্ষার জন্য ইরানের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন তিনি। আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটনকে তেহরান বিশ্বাস করে না, তবে আসন্ন পরোক্ষ আলোচনায় তাদের পরীক্ষা করে দেখা হবে।

আব্বাস আরাঘচি বলেন, অন্তত আমেরিকানরা ভালো করেই জানে যে ইরানের প্রতিরক্ষামূলক শক্তি কতদূর প্রসারিত হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতিকে দুর্বলতা হিসেবে ভুল করা উচিত নয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে তারা কীভাবে নিজেকে রক্ষা করতে হয় তা ভালোভাবে জানে।

আরাঘচি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করি এবং নিশ্চিত নই যে তাদের একটি সুষ্ঠু ও গুরুত্বপূর্ণ আলোচনার ইচ্ছা আছে, তবে আমরা তাদের পরীক্ষা করে দেখবো।

শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়ে আরাঘচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের মধ্যে শুরু হতে যাওয়া পরোক্ষ আলোচনার সম্ভাবনা রয়েছে। এসময় তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ও তার ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত ১৮ জন হতাহত হয়েছে
পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আবারও অবৈধ ভারতীয়দের হাত-পা বেঁধে পাঠাল আমেরিকা
আর ফিরছেন না ক্যাপ্টেন আমেরিকা হয়ে
12