logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ

অনলাইন ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২৫, ১০:২৩
ছবি: সংগৃহীত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ। মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে রাস্তায় নেমে আসেন এবং পুড়িয়েছেন কুশপুত্তলিকা। প্রতিবাদের ধারাবাহিকতায় মণিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন দেয় জনতা।

ওই বিজেপি নেতা আসকার আলী, যিনি মণিপুরে সংখ্যালঘু মোর্চার সভাপতি, ওয়াকফ সংশোধনী বিল সমর্থন করার অভিযোগে স্থানীয় জনতার রোষের শিকার হন। রবিবার সন্ধ্যায় আসকার আলীর বাড়িতে আগুন দেয় জনতা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার বাড়িতে আগুন দেয়ার আগের দিন রাজ্যের বিভিন্ন স্থানে এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কে পাঁচ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।

সমাজসেবক সাকির আহমেদ বলেন, "ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী এবং এটি মুসলিম সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য।" ইম্ফল পূর্ব, ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম ও কিয়ামগেই মুসলিম এলাকাতেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর রাজ্যে অতিরিক্ত আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইরানের সঙ্গে ব্যবসা, মার্কিন নিষেধাজ্ঞার কবলে দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে নিমন্ত্রণপত্র করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ভারতে পাস হওয়া ওয়াকফ বিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
12