logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন, জোটের অভ্যন্তরীণ বিরোধে উত্তেজনা তীব্র

অনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৫, ১১:০০
সংগ্রহীত

ইসরায়েলের উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ মঙ্গলবার পদত্যাগ করেছেন, যা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের ডানপন্থি জোটের মধ্যে আরও তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্মোট্রিচ তার পদ থেকে পদত্যাগ করার পর, তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন এবং সেখানে তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম পার্টির আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পদত্যাগের কারণ হিসেবে জানানো হয়েছে, স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের মধ্যে একটি অভ্যন্তরীণ বিরোধে, বিশেষ করে নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে মতবিরোধের কারণে এই পদত্যাগ ঘটেছে।

রিলিজিয়াস জায়োনিজম পার্টি ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরের বিরুদ্ধে স্মোট্রিচ তার, নেতানিয়াহু এবং ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

এটি ইসরায়েলের অতি-ডানপন্থি জোটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙনের আরও এক দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং নীতিমালা নিয়ে দলের অভ্যন্তরীণ বিভাজন তীব্র হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12