ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২ হাজার ৮৮১ জন বেসামরিক নিহত, ৬৮১ জন শিশু সহ

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে, দেশটিতে ১২ হাজার ৮৮১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৮১ জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ৩০ হাজার ৫০০ জনেরও বেশি বেসামরিক ইউক্রেনীয়। জাতিসংঘের মানবিক সহায়তা দফতরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মেসুইয়া বুধবার নিরাপত্তা পরিষদে এই তথ্য জানান।
মেসুইয়া তার বক্তব্যে বলেন, "যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ আমাদের পর্যবেক্ষণে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।"
তিনি আরও জানান, রাশিয়া যে চার প্রদেশ ইউক্রেন থেকে দখল করেছে, সেসব অঞ্চলে বর্তমানে ১৫ লাখেরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। তবে বিধিনিষেধের কারণে জাতিসংঘের ত্রাণ পৌঁছাতে পারছে না এই অঞ্চলে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর আক্রমণ শুরু করে, যার পিছনে মূলত কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটো সদস্যপদের জন্য কিয়েভের তদবির ছিল। বর্তমানে ইউক্রেনের ডোনেটস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন প্রদেশে রাশিয়ার বাহিনীর দখল রয়েছে, যাদের মধ্যে সেপ্টেম্বর ২০২২ সালে রাশিয়া এই চার প্রদেশকে নিজেদের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।
মন্তব্য করুন