logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি রাষ্ট্রদূতের বিতর্কিত মন্তব্যে তীব্র সমালোচনা, ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০২৫, ১৪:৫১
সংগ্রহীত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে শিশুদের ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ ধরার জন্য মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। ইউরোপের ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেন। তবে, তিনি গাজার শিশুদের অস্ত্র বহনের কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

বৈঠকে গোপনে রেকর্ড করা একটি ভিডিও ফাঁস হওয়ার পর এই তথ্য জানা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং এর ফলে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যের ব্যাপক সমালোচনা শুরু হয়।

গত ২৩ মার্চ প্যালেস্টাইন ক্রনিকলস এক প্রতিবেদনে জানায়, ১৮ মার্চ ভোরে গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর এই ভিডিওটি রেকর্ড করা হয়। ইসরায়েলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ উড়িয়ে দিয়ে দাবি করেন, "ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে না।"

তবে, ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গণহত্যা পরবর্তী সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ১৫ হাজার ৬১৩ জন শিশু নিহত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12