টেসলা শোরুম ও গাড়ির ওপর হামলা
যুক্তরাষ্ট্র ও জার্মানিতে চলমান সহিংসতা, ইলন মাস্কের বিরুদ্ধে ক্ষোভ

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠান টেসলার শোরুম, চার্জিং স্টেশন এবং ব্যক্তিগত গাড়ির ওপর হামলার ঘটনা ঘটছে। পেট্রলবোমা নিক্ষেপ, গুলি চালনা ও সাইবার ট্রাক জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পত্তি ধ্বংস রোধে হিমশিম খাচ্ছে।
এই হামলাগুলো মূলত সিয়াটল, পোর্টল্যান্ড, ও লাস ভেগাসের মতো বামপন্থী অধ্যুষিত শহরগুলোতে বেশি দেখা যাচ্ছে। ওরেগনের সালেমে একটি টেসলা শোরুমে পেট্রলবোমা নিক্ষেপ এবং জানালা ভাঙার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এছাড়া, জার্মানির বার্লিনেও টেসলার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৪ মার্চ বার্লিনে চারটি টেসলা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
টেসলার প্রতি সহিংসতার মূল কারণ হিসেবে ইলন মাস্কের ডানপন্থী সমর্থন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অনুদান প্রদানকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে মাস্ক নিজে বলেন, এই সহিংসতা "পাগলামি" এবং "বড় ধরনের ভুল"।
ওয়াশিংটনের টেসলা মালিক ক্লাবের প্রেসিডেন্ট থেরেসা রামসডেল জানান, "ইলন মাস্ক এবং ট্রাম্পকে ঘৃণা করুন, কিন্তু আমাদের গাড়ি নষ্ট করার কোনো মানে হয় না।" হোয়াইট হাউস টেসলার ওপর হামলাকে ‘ঘরোয়া সন্ত্রাস’ বলে অভিহিত করেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, যারা টেসলা গাড়িতে হামলা চালাবে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।
মন্তব্য করুন