logo
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইসরায়েলের—প্রতিরোধ করা হয়েছে

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১০:৩১
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে।

গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকেই হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলার পাশাপাশি, তারা মঙ্গলবার গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় আক্রমণ আরও তীব্র করার ঘোষণা দিয়েছে।

হুথিদের দাবি, তারা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর এবং লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই হুথিরা তাদের আক্রমণ আবারও শুরু করেছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা ভুখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলকে ড. ইউনূসের ১০০০ কোটি টাকা’ দেয়ার তথ্যটি ভুয়া
উত্তর গাজায় হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত
গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে
12