logo
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি বিমান হামলায় গাজার তিন শতাধিক ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক
  ১৮ মার্চ ২০২৫, ১২:০৮
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর ইহুদিবাদী সেনারা অবরুদ্ধ গাজায় তাণ্ডব শুরু করেছে, যার ফলে এখন পর্যন্ত ৩০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলা ১৯ জানুয়ারি থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের সবচেয়ে বড় হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন। ইসরায়েল দাবি করছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে, যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৪৮ হাজার ৫৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১২ হাজার ৭০০ জন আহত হয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা ভুখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার মানুষের প্রতি সমর্থন
উত্তর গাজায় হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত
গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে
12